বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ১৬:২৯

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন

শনিবার বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রুপনগর থানার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ছবি : বাসস

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রুপনগর থানার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়েছে।

আজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক।

অনুষ্ঠানে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান।

আমিনুল হক বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। সৎ, নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ গঠনে নেতৃত্ব দিতে হবে।’ শিক্ষকদের নিবেদিতপ্রাণ ভূমিকা ও অভিভাবকদের সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।