বাসস
  ০৯ আগস্ট ২০২৫, ১৩:১৬

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেফতার ৭

ঢাকা, ৯ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরে বৃহস্পতিবার রাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ছুরিকাঘাতে হত্যা মামলায় সন্দেহভাজন সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হত্যার মূল পরিকল্পনাকারী ফয়সাল ওরফে কেতু মিজান, তার স্ত্রী গোলাপ, সুমন, আল আমিন, স্বাধীন, মো. শাহ জালাল ও মো. ফয়সাল হাসান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার রবিউল হাসান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারের বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) ফয়সাল, তার স্ত্রী গোলাপ ও সুমনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে গ্রেফতার করেছে। ঢাকার উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করে বাসন থানা পুলিশ। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে র‌্যাব স্বাধীনকে গ্রেফতার করেছে।

এছাড়া, মামলার অন্য আসামী শাহ জালালকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চর মসল্যান্ড মোড়লপাড়া থেকে এবং মো. ফয়সাল হাসানকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।