শিরোনাম
ঢাকা, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর সবুজবাগ এলাকার মানিকনগর ক্রসিংয়ে একটি রিকশা আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক মতিঝিল বিভাগ।
আটককৃতরা হলো- শহিদুল ইসলাম (২০), নাহিদ (২০) ও জীবন (২১)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, আজ সবুজবাগ ট্রাফিক জোনের মানিকনগর ক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট খোন্দকার অহিদুজ্জামান রাজিবসহ তার সঙ্গীয় ফোর্স।
হঠাৎ রাস্তার পূর্ব পাশ থেকে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন তিনজন ছিনতাইকারী পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে।
তাৎক্ষণিক তারা ছিনতাইকারীদের হাতেনাতে আটক করেন।
আটককৃত ছিনতাইকারীদের মুগদা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।