বাসস
  ২২ জুলাই ২০২৫, ১১:২৪

বরগুনার অগ্নিকাণ্ডের ভিডিও দিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : বরগুনার জেলা নির্বাচন অফিসে আগুন লাগার একটি পুরোনো ভিডিওকে গোপালগঞ্জে থানা পোড়ানোর ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। বিষয়টিকে ভুয়া বলে নিশ্চিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, ১৪ জুলাই বরগুনার জেলা নির্বাচন অফিসে আগুন লাগার একটি ভিডিওকে উদ্দেশ্যমূলকভাবে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা বলে উপস্থাপন করা হয়েছে।

তাদের অনুসন্ধানে জানা গেছে, গোপালগঞ্জে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এক থানা পোড়ানোর ঘটনা ঘটেছে, এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি গোপালগঞ্জের নয়। এটি ১৪ জুলাই বরগুনার জেলা নির্বাচন অফিসে আগুন লাগার সময় ধারণ করা।

বাংলাফ্যাক্ট স্পষ্ট করে বলেছে, ‘প্রচারিত দাবিটি মিথ্যা।’

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপপ্রচার প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।