শিরোনাম
ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর ডেমরা এলাকা থেকে ৮ লাখ টাকা মূল্যের জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- লাবনী বেগম(৩২) ও রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজু (৩৩)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
তাদের কাছ থেকে ৮ লাখ ২৫ হাজার টাকার জাল নোট ও জাল নোট বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে থানার মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার পশ্চিম হাজীনগর সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এ ঘটনায় ডেমরা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।