বাসস
  ১০ মে ২০২৫, ১৮:০৭
আপডেট : ১০ মে ২০২৫, ১৮:৫৭

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ শনিবার রাত সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারর্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবীর খান বার্তা সংস্থা বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি’র নির্ভরযোগ্য সূত্র জানায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির প্রেক্ষিতে দলীয় অবস্থান কি হবে এ বিষয়ে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতেই জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এছাড়াও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে নিয়ম মাফিক পর্যালোচনা হবে বলে জানা গেছে।