শিরোনাম
ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক মামলায় জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট বিভাগ।
বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শাহরিন ইসলাম তুহিনের পৃথক আপিল এডমিট (শুনানির জন্য গ্রহণ) করে তার জামিন মঞ্জুর করে বৃহস্পতিবার আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হাসান রাজিব প্রধান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক।
এর আগে ২৯ এপ্রিল পৃথক মামলায় শাহরিন ইসলাম তুহিনের আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে বিশেষ জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তৎকালীন জরুরি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দু’টি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে মর্মে তাকে পাঁচ বছর সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
তার আইনজীবী জানায়, শাহরিন ইসলাম তুহিনকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে সাজা দেওয়া হয়। তারা বিচারিক আদালতে ন্যায়বিচার পাননি। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। উচ্চ আদালতে ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেন আইনজীবী।