বাসস
  ০৯ মে ২০২৫, ২০:০৯

‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা জনগণ ঠিক করবে’ : ড. মঈন খান

শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: বাসস

ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপি নয়, জনগণ ঠিক করবে।’

প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র কাছে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ অনুষ্ঠানের বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এই কথা বলেন।

বিএনপি’র এই সিনিয়র নেতা স্পষ্টভাবেই বলেন, ‘এই প্রশ্নের উত্তরের সহজ যে কথা, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা তো বিএনপি’র বক্তব্যের বিষয় নয়। এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে।’

তিনি বলেন, যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্যে বলেছে। কাজেই বিএনপি হিসেবে তো আমরা এই সিদ্ধান্ত নেয়ার মালিক নই। আমাদের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ইতোমধ্যে বলেছেন যে, জনগণের সিদ্ধান্তের বিষয় এটা। জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে। এটা হচ্ছে আমাদের (বিএনপি’র) বক্তব্য।

নিজের যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘আমি নিজেরও একটি বক্তব্য যোগ করতে চাই, সেটা হচ্ছে, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা বা তাদেরকে গ্রহণ করা হবে কিনা অথবা তাদের নিষিদ্ধ করা হবে কিনা?’

মঈন খান বলেন, নয় মাস চলে গিয়েছে আওয়ামী লীগের একজনকে আজ পর্যন্ত দেখাতে পারবেন যে তারা বলেছে তারা দীর্ঘ ১৫ বছর ধরে এ দেশের মানুষের ওপরে জুলুম করেছে, ফ্যাসিস্ট কায়দায় এ দেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে... তারা ভুল করেছে, তারা ক্ষমা স্বীকার করেছে বাংলাদেশের মানুষের কাছে?

তিনি বলেন, ‘বলেনি তো। কাজেই প্রশ্নটি আসলে আমাদেরকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। এর উত্তর বাংলাদেশের ১৮ কোটি মানুষ জানে।’

আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে মহাসচিবের সঙ্গে ড. মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মঈন খান সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরার পর আওয়ামী লীগ নিষিদ্ধে জাতীয় নাগরিক পার্টির দাবির বিষয়ে প্রশ্ন করা হয় ড. মঈন খানকে।