শিরোনাম
ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভুকে হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে তাকে হাটহাজারী পৌর এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান টেলিফোনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন লাভুর বিরুদ্ধে হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে হাটহাজারী থানায়।
নুরুল আহসান লাভু হাটহাজারী থানার ছিপাতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের ঘনিষ্টজন হিসেবে পরিচিত জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হাটহাজারী সংসদীয় আসনের সাবেক এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ঘনিষ্ঠজন ছিলেন। ২০২৪ সালের ৩১ আগস্ট তার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাসহ দায়েরকৃত অপর একটি মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।