শিরোনাম
ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার ফলে সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি বাংলাদেশে ভারতের পুশইন রোধকল্পে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
খেলাফত মজলিসের এক বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে মজলিশ মাওলানা আবদুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী প্রমুখ।
বৈঠকে পাক-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আমরা উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে উভয় দেশকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাই।
বৈঠকে আরো বলা হয়, ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলা প্রশাসনের কার্যকর তৎপরতা আশা করছি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাসহ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।