বাসস
  ০৮ মে ২০২৫, ২০:৪৭

আগামী নির্বাচনে সম্মিলিত প্রার্থী দিতে চায় দুই ইসলামি দল

ছবি : বাসস

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিতভাবে আসন ভিত্তিক একক প্রার্থী দেওয়ার বিষয়ে ঐকমত্যের ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামি আন্দোলন ও মাওলানা আব্দুল কাদেরের নেতৃত্বাধীন দল ইসলামি ঐক্যজোট। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কার, নির্বাচন ও নারী কমিশনের প্রস্তাব ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় দুই দলের শীর্ষ নেতৃবৃন্দ এই ঐকমত্যের কথা জানান। 

সভায় সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামি ঐক্যজোটের পক্ষে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের।

মতবিনিময় সভায় আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত একটি ইসলামি কল্যাণ রাষ্ট্র গঠনের ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো। যাতে আগামীতে ফ্যাসিবাদ কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে। প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান। চব্বিশের জুলাই বিপ্লবে গণহত্যাকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল করা এবং জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করার বিষয়ে ঐক্যমত্যের কথা জানানো হয়। 

সভায় ইসলামি ঐক্যজোটের পক্ষে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা জোনায়ের আহমাদ, মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতী শামসুল আলম, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা লিয়াকত আলী, মাওলানা মাসরূর আহমাদ।

ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।