শিরোনাম
পঞ্চগড়, ৮ মে, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম আজ বলেছেন, এক হাজারেরও বেশি শহীদ এবং প্রায় পঞ্চাশ হাজার আহতের রক্তের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার এখনও পর্যন্ত একটি হত্যার বিচার নিশ্চিত করতে বা কোনও মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া মাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এখনও পর্যন্ত একটিও মৌলিক কাঠামোগত সংস্কার আনতে পারেনি। যদি তারা এখন এই মৌলিক বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের দিকে এগিয়ে যায়, তাহলে এটি সেই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হবে যা তাদের ক্ষমতায় এনেছে।’
সারজিস আলম সতর্ক করে দেন যে, সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যে কোনও পদক্ষেপ জুলাইয়ের শহীদদের ত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা হবে।
প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা উল্লেখ করে সারজিস প্রশ্ন তোলেন, ‘একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধান নয় মাস পর কীভাবে দেশ ছেড়ে পালাতে সক্ষম হন? তাকে কি যেতে দেওয়া হয়েছে, নাকি তিনি পালিয়ে গেছেন? আবদুল হামিদ ক্ষমতায় থাকাকালীন সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। তার চলে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট ব্যর্থতা।’
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সারজিস রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা দায়ের করার ক্রমবর্ধমান প্রবণতার সমালোচনা করে বলেন, ‘এখন সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র হল মিথ্যা অভিযোগ। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে যারা সহায়তা করেছিল আমরা তাদের বিরুদ্ধে দৃশ্যমান বিচার দাবি করি। তবে, আমরা নিরপরাধ ব্যক্তিদের হয়রানিকে সমর্থন করি না।’
তিনি জোর দিয়ে বলেন যে, রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা অন্যায্য। ‘যদি কেউ অপরাধ না করে থাকে বা ক্ষমতার অপব্যবহার না করে থাকে, তাহলে কেন তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হবে?’ তিনি প্রশ্ন করেন।