শিরোনাম
ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি)বিভিন্ন বাস রুটের শিক্ষার্থীদের মাঝে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ৩১ দফা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল হক জিসানের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একদল নেতাকর্মী রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শিক্ষার্থীদের মাঝে প্রচার করেন।
এ বিষয়ে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব রহমান বলেন, বিএনপির ৩১ দফা রূপরেখা একটি যুগোপযোগী রাজনৈতিক প্রস্তাব, যেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, মানবাধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন, এবং বিকেন্দ্রীকরণ-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। এতে সাধারণ মানুষের অধিকার ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থার প্রতি প্রতিশ্রুতি আছে বিধায় এর প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারের উদ্যোগটি গ্রহণ করি।
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শিক্ষার্থীদের মাঝে প্রচারের সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গণশিক্ষা সম্পাদক নাহিদ খন্দকার, মুহসীন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মনসুর আহমেদ রাফি, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দীক সায়মন, মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু প্রমুখ।