বাসস
  ০৮ মে ২০২৫, ১৯:১৭
আপডেট : ০৮ মে ২০২৫, ১৯:২৩

বাংলাদেশ আ-আম জনতা পার্টি এখন ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’ 

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ আ-আম জনতা পার্টির নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ আম জনগণ পার্টি।’ 

আজ বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি আত্মপ্রকাশ করে। দলটির সঙ্গে অন্য আরেকটি রাজনৈতিক দলের নামের আংশিক মিল থাকায় তাদের অনুরোধে ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’ নামে নতুন এই দলের নামকরণ করা হয়। 

গত বুধবার বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই দলের নাম পরিবর্তন হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশেষ সভায় দলের আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতেমা তাসনিমসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে দলের আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন দেশবাশির প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।