শিরোনাম
ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : রাজনৈতিক পটপরিবর্তনে গতি পাওয়া বিএনপি সাংগঠনিক শক্তি বাড়াতে আগামী দুই মাসে নতুন এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে। আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচি চলবে ১৫ জুলাই পর্যন্ত।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এবার শুধুমাত্র নবায়ন নয়; আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে।’
তিনি বলেন, দ্রুত গতিতে দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা যে টার্গেট করেছি, এতে প্রায় এক কোটির অধিক এবার প্রাথমিক সদস্য আমরা করব ইনশাল্লাহ।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দল গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। সাত বছর পর গত ২৭ ফেব্রুয়ারি দলটি বর্ধিত সভা করেছে। দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি চলতি বছর নাগাদ জাতীয় সম্মেলন আয়োজন করতে চাইছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলায় কমিটি গঠন চলছে। বিএনপির সর্বশেষ ষষ্ঠ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ।
সমাজের ‘সর্বস্তরের মানুষ বিএনপির নতুন সদস্য হতে পারবে’ উল্লেখ করে রিজভী বলেন, যারা বিএনপিকে পছন্দ করেন, তারা আগ্রহী হবেন বিএনপির সদস্য হতে, এটা প্রত্যাশা করি। কারণ,এখন তো শেখ হাসিনার সেই আগ্রাসন আর নেই। সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন। এই এগিয়ে আসার মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শুরু হবে।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমরা প্রাইমারি মেম্বারের জন্য যে রশিদ দেই, ২০ টাকা দিয়ে যে ফরমটা পূরণ করতে হয়- এর সাথে এবার একটা অঙ্গীকারনামা যাকে আবেদনপত্র বলি- সেটা আমাদের গঠনতন্ত্রে আছে; এবার যারা প্রাথমিক সদস্য হবেন, তাদেরকে এই আবেদন ফরমটা পূরণ করতে হবে। পরে সেসব ফরম যাচাই-বাছাই হবে।
যাচাই-বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে রিজভী বলেন, কারণ স্বৈরাচারের দোসররা এলাকায় সন্ত্রাস করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে- তারা তো নানাভাবে ঢুকে পড়ার চেষ্টা করবে। সেটাকে খুব শক্তভাবে এড়িয়ে যেয়ে একেবারে ফ্রেশ মানুষ- সমাজে যাদের সুনাম আছে, এলাকার মধ্যে যাকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের দলের সদস্য হতে কোনো ধরনের বাধার মুখে না পড়েন- আমরা সেটাই টার্গেট করব। সেখানে সজ্জন মানুষ যারা- কৃষক, শ্রমিক, যুবক-তরুণ তো আছেই; সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ সহ সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।