শিরোনাম
ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : দুর্নীতি ও হয়রানির অভিযোগে আজ রাজধানীর তিনটি সরকারি প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযানের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা যায়, দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘দেওয়া এবং নেওয়া’ প্রকল্পের আওতায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক অনৈতিকভাবে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে ঢাকা শহরের সংশ্লিষ্ট দপ্তরে অভিযান চালানো হয়।
একই দিনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড (ব্যানবেইস)-এর কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পেনশনের চেক প্রদান না করে দীর্ঘদিন হয়রানি করার অভিযোগে প্রতিষ্ঠানটির ঢাকার দপ্তরে অভিযান পরিচালিত হয়।
এছাড়া কৃষি গবেষণা ফাউন্ডেশনে ভুয়া প্রকল্প তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে তৃতীয় অভিযানটি পরিচালনা করা হয়।