বাসস
  ০৮ মে ২০২৫, ১৪:১৯

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুইজন গ্রেফতার

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- নগরীর ২৪ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. আমির (৬৪) ও যাত্রাবাড়ী থানা ৪৮ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ ওরফে রনি (৩৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বুধবার রাতে লালবাগ এলাকা থেকে আমিরকে ও বিকেলে যাত্রাবাড়ী এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।