শিরোনাম
ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সস্ত্রীক হজ পালনের লক্ষ্যে আজ বুধবার দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি হজ পালন শেষে আগামী ১১ জুন সকালে দেশে ফিরবেন।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই সময়ের জন্য দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।