শিরোনাম
ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থা বহাল না থাকায় জনগণ চরম ভোগান্তির মধ্যে আছে। সরকারের পক্ষে দেশের সব অঞ্চলের সমস্যার সমাধান সম্ভব নয়। স্থানীয় পর্যায়ের সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। মূলত স্থানীয় সমস্যার সমাধান এবং সরকারের চলমান প্রকল্পগুলোর কার্যক্রমের তদারকি ও নির্ধারিত সময়ে সমাপ্তি দেখবে স্থানীয় সরকার বিভাগ। কিন্তু জুলাই-২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানোত্তর স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙ্গে যাওয়ায় জনগণ কঠিন ভোগান্তিতে পড়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে।’
রাজধানীর ভাটারায় নগর উত্তর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের মাসিক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে অনেক রাজনৈতিক উত্তেজনা-অস্থিরতা কমে যাবে। পাশাপাশি এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের সক্ষমতাও জাতির সামনে স্পষ্ট হবে।
ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ মুফতি ওয়ালিউল্লাহ, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, এডভোকেট মুস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, শরিফুল ইসলাম, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, রাকিবুল ইসলাম, মাওলানা মুস্তাকিম বিল্লাহ, মুফতি সিরাজুল ইসলাম, মুফতি আরমান হোসাইন, মুফতি সাব্বির আহমেদ, আলহাজ আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাজি সোলাইমান, মাসুম বিল্লাহ ও মুহাম্মদ নাজমুল হাসান।