বাসস
  ০২ মে ২০২৫, ১১:৫৮

জয়পুরহাটে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি: বাসস

জয়পুরহাট, ২ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়  থেকে একটি র‌্যালি বের হয়ে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

জেলা শ্রমিকদলের সভাপতি বাবুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উম্মে আলী হিম্মত, পৌর শ্রমিক দলের সভাপতি আবু তাহের সহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

এর আগে দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।