শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫ (বাসস) : মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক মানসিক স্বাস্থ্যবিষয়ক কাউন্সেলিং সেশন ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা আয়োজন করবে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শাখা।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো জবি ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বারবার অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা মর্মাহত। এই পরিস্থিতিতে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। সেই উদ্দেশ্যেই মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।’
জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বারবার ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সহমর্মিতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেশনের আয়োজন করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। এই আয়োজন তারই একটি অংশ।’
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ প্রথমবারের মতো এ কর্মশালা আমরা আয়োজন করতে যাচ্ছি। তবে ভবিষ্যতে এটা নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এতে অংশগ্রহণকারীরা মানসিক চাপ, হতাশা, উদ্বেগ এবং আত্মহত্যা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা ও পেশাদার সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়- কর্মশালার সময়সূচি, স্থান এবং অংশগ্রহণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে।