বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ১৬:১৩

রাজধানীর ফকিরাপুলে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজধানীর ফকিরাপুলে আজ প্রাইভেট কারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, নিহতের এনআইডি কার্ড থেকে পাওয়া পরিচয়ে জানা যায়, মতিন মিয়া রংপুর জেলার কিশোরগঞ্জ থানার মাস্টারপাড়া গ্রামের মোজাফফর আলীর পুত্র। 

পথচারী মোহাম্মদ মেহেদী হাসান জানান, সকালে ফকিরাপুলে রিকশা চালিয়ে যাওয়ার সময় বেপরোয়া একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

তাকে ঢাকা মেডিকেলে আনার পর বেলা সাড়ে ১১ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।