বাসস
  ১২ মার্চ ২০২৫, ১৪:৪৬

সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফের স্ত্রী শায়লা কামাল আর নেই

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের মা বেগম শায়লা কামাল আর নেই। 

আজ বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ বাদ আসর ফরিদপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।