বাসস
  ০৩ মে ২০২৫, ১৮:০০

দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল

দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী। ফাইল ছবি

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : দেশের শীর্ষ আলেম, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এর আগে গত ১৮ এপ্রিল থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। এরপর থেকে বেশ কয়েকবার তাকে আইসিইউ’তে রাখা হয়।

সুলতান যওক নদভীর জন্ম কক্সবাজারের মহেশখালীতে, বেড়ে ওঠা চট্টগ্রামে। তিনি উপমহাদেশের একজন প্রখ্যাত মুহাদ্দিস, আরবি সাহিত্যিক ও কবি ছিলেন। সমানভাবে তিনি উর্দু-ফার্সিতেও পারদর্শী কবি ছিলেন। দেশবিদেশে তার পরিচিতি রয়েছে।

তিনি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচারের বাংলাদেশ ব্যুরো চিফ ছিলেন।

আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বশেষ ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।