বাসস
  ১১ মার্চ ২০২৫, ২৩:৩১

স্বাস্থ্য উপদেষ্টার সাথে যুক্তরাজ্য থেকে আগত চক্ষু বিশেষজ্ঞদ্বয়ের সাক্ষাৎ

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে যুক্তরাজ্য থেকে আগত দুই চক্ষু বিশেষজ্ঞ সাক্ষাৎ। ছবি : বাসস

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে আজ মঙ্গলবার সচিবালয়ে তার অফিস কক্ষে যুক্তরাজ্য থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহি মুকিত এবং ডা. নিয়াজ ইসলাম সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের চক্ষু চিকিৎসকগণ যে সেবা দিয়েছেন তা সঠিক এবং বিশ্বমানের বলে উল্লেখ করেন। 

চক্ষু বিশেষজ্ঞগণ ৮-১১ মার্চ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রদান করেন। স্বাস্থ্য উপদেষ্টাকে তারা তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। 

এ সময় চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহি মুকিত জানান, আন্দোলনে আহতদের যথাযথ মানসিক ট্রমার চিকিৎসার দেওয়ার প্রয়োজন রয়েছে। এছাড়া অনেক রোগী পাঁচ মাসের বেশি সময় যাবত হাসপাতালে আছেন। এভাবে ইনস্টিটিউশনালাইজড হয়ে থাকা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, যাদের চিকিৎসা সম্পন্ন হয়েছে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

এ সময় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি হসপিটাল বার্নিংহামের ডা. মোসলেহউদ্দিন ফরিদ এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আবুল খায়ের উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞ চিকিৎকগণ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে মোট ১১৫ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছেন এবং ২৩ জন রোগীর সার্জারি করেন।