শিরোনাম
ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক এবং দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, ‘উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেম-ওলামার উস্তাদ, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রাহিমাহুল্লাহ মহান মাওলার ডাকে সাড়া দিয়ে অনন্ত দিনের যাত্রা শুরু করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।’
তিনি বলেন, ‘মহান রাব্বুল আলামীন তার সমস্ত নেক খেদমতগুলোকে কবুল করুন, ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন। অনন্ত এই সফরে আল্লাহ তা’য়ালা রাহমাহ ও নিরাপত্তা দিয়ে তার বান্দার প্রতি অনুগ্রহ করুন। তার সকল নেক আমল কবুল করে আল্লাহ তাকে জান্নাতে অতি উচ্চ মাকাম দান করুন। আমি তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি। আল্লাহ তা’য়ালা মরহুমের আপনজন, প্রিয়জন ও সহকর্মীবৃন্দকে সবরে জামিল আতা করুন। আমীন।’