বাসস
  ১১ মার্চ ২০২৫, ২৩:১১

ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করব : রাজশাহীতে মিনু

রাজশাহীতে মঙ্গলবার বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। ছবি : বাসস

রাজশাহী, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, এ দেশের মানুষ কখনোই কারো কাছে মাথা নত করেনি, করবেও না। ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করবো।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের মানুষ ও দেশকে তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন। 

আজ মঙ্গলবার জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিনু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দক্ষতার সাথে দীর্ঘ সময় স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সফল করেছেন। সারাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ আছেন। আশা করছি খুব দ্রুত আমাদের নেতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন। 
 
তিনি বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক লড়তে জানি, হাসিমুখে মরতে জানি, দেশকে রক্ষা করতে জানি। যত প্রতিকূলতা আসুক না কেন এ দেশের মানুষ কোনো দিন মাথা নত করেনি, আর করবেও না।

রাবি পেশাজীবী পরিষদের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন উৎপলের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি জিয়া পরিষদ শাখার সভাপতি প্রফেসর ড. এনামুল হক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম।