বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১

পল্লবীতে ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দেড়যুগ আগে রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী মনসুর মল্লিকে গুলি করে ও কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত ২ জনকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- মোঃ জহিরুল ইসলাম জহির ও মোঃ আঃ রহিম ওরফে চঞ্চল। তাদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামি হলেন-মোঃ আঃ করিম, বাবু ওরফে হাতী বাবু, মোঃ মোফাজ্জল হোসেন ও মোঃ সফিউদ্দিন আদনান ওরফে তারেক। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের  প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো তিন মাসের সশ্রম কারাভোগ করতে হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১২ মে রাত ১০ টার দিকে ডেইরি ফার্ম ব্যবসায়ী মনসুর মল্লিক তার নিজ খামারে অবস্থান করছিল। তার খামারটি পল্লবী থানাধীন প্যারিস রোডের ডি ব্লকে অবস্থিত। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করে। নিহতের স্ত্রী মিসেস তাসলিমা বেগম (৩১) রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ২০ আগস্ট ছয়জনকে অভিযুক্ত করে রাজধানীর পল্লবী থানার উপ-পরিদর্শক মোঃ আসলাম হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।