শিরোনাম
ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো. ইমরান হোসেন ওরফে ইরান (৩২) ও মো. শাহাদাৎ-উন-নূর (৩৬)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি ছুরি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আজ রোববার রাতে গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদে মিথালী স্কুলের সামনে দয়াগঞ্জগামী রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসময় একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ বিষয়ে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।