বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০

ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা সোহান গ্রেফতার

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত তিন মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহানকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৫ মিনিটে রাজধানীর বেইলি রোড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত সোহানকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।