বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭

গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

রংপুর, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, যা পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। সেই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা। আর সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয়ের মধ্য দিয়ে।

রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় যোগ দেওয়ার আগে রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-এই দুটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি বলেন, ‘নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন হচ্ছেন রাজনৈতিক দল ও ভোটাররা। তারাও এখন প্রস্তুত। বহু বছর পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ, উদ্দীপনা ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।’

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়নি। ফলে এবারের নির্বাচন ও গণভোটকে ঘিরে তাদের মধ্যেও প্রস্তুতির ঘাটতি নেই। অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই সনদে যেসব সুপারিশ অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলো বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তনের প্রতিফলন। ওই সুপারিশগুলোর গুরুত্বপূর্ণ অংশ গণভোটের মাধ্যমে প্রশ্ন আকারে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ‘গণভোটে যদি ‘হ্যাঁ’ জয়ী হয়, তাহলে জুলাইয়ের পরিবর্তনের দাবিগুলোর আনুষ্ঠানিক বাস্তবায়নের যাত্রা শুরু হবে।’

এর আগে, রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি সকল নাগরিককে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী এবং রংপুর বিভাগীয় তথ্য কার্যালয়ের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। এছাড়া বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।