বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:০৭
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:১৫

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে কমিটি গঠন

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)-এর চেয়ারম্যান ও কমিশনারদের শূন্য পদে নিয়োগের সুপারিশ করার জন্য আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করেছে সরকার।

এ বিষয়ে ১২ জানুয়ারি মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি গেজেট জারি করে।

গেজেটে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ৭ ধারা অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শামনাজ হুদা; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী; জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মনোনীত বা তার প্রতিনিধি হিসেবে মানবাধিকার বিষয়ে প্রতিবেদন অভিজ্ঞতাসম্পন্ন একজন সাংবাদিক; এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা।

নির্বাচন কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগ। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।