বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৬:৪২

ইরানে ইন্টারনেট শাটডাউন ৮৪ ঘণ্টা ছাড়িয়েছে: পর্যবেক্ষক সংস্থা

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): ইরানে ইন্টারনেট শাটডাউনের ৮৪ ঘণ্টা অতিক্রম হয়েছে বলে সোমবার এক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। অ্যাক্টিভিস্টরা আশঙ্কা করছেন, দমন-পীড়ন অভিযান আড়াল করতেই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং এ সময়ে শত শত মানুষ নিহত হয়েছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে আরেকটি নতুন দিন শুরু হয়েছে। জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউট ৮৪ ঘণ্টা অতিক্রম করেছে।

তারা আরো জানায়, এই ব্ল্যাকআউট শর্টওয়েভ রেডিও, সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্কে সংযোগ, স্টারলিংক এবং স্যাটেলাইট ফোনের মাধ্যমে এড়ানো যেতে পারে।