শিরোনাম

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে।
সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন নম্বরসমূহ হচ্ছে: ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, উল্লিখিত টেলিফোন নম্বরসমূহে দেশের যে-কোনো নাগরিক নির্বাচনি আচরণ-বিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার-সংক্রান্ত অভিযোগ বা তথ্য আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে জানাতে পারবেন।
আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা সমন্বয় সেল চালু থাকবে।