বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:১৬

পিপিআর, ২০২৫ কার্যকরের পর সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বৃদ্ধি

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): নতুন পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫) কার্যকর করার পর সরকারি ক্রয়ে প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 

গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে পিপিআর, ২০২৫ কার্যকর হওয়ার পর ডিসেম্বর শেষে প্রতি দরপত্রে গড় প্রতিযোগিতা বেড়ে দাঁড়িয়েছে ৮.৫-এ, যেখানে পিপিআর, ২০২৫ প্রণয়নের আগে এ হার ছিল মাত্র ২.৭।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিপিপিএ পরিচালনা পর্ষদের সদস্য-সচিব এস এম মঈন উদ্দীন আহম্মেদ আজ বিপিপিএ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্ষদের তৃতীয় সভায় এ তথ্য জানান।

সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিপিপিএ পর্ষদের চেয়ারপারসন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। 

সভায় বিপিপিএ সিইও আরও জানান, পিপিআর, ২০২৫-এর আওতায় সরকারি ক্রয়ে ই-জিপি বাধ্যতামূলক হওয়ায় ই-জিপি সিস্টেমে নিবন্ধনের সংখ্যাও দ্বিগুণ হয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা এ ধরনের ইতিবাচক অগ্রগতির জন্য সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের কাছে এসব সাফল্যের তথ্য কার্যকরভাবে প্রচারের জন্য বিপিপিএকে নির্দেশনা দেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে গৃহীত ধারাবাহিক ও সুদূরপ্রসারী সংস্কার উদ্যোগসমূহ সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিক উভয়ের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা করছি।

সরকারি ক্রয়খাতে সংস্কারের প্রসঙ্গে তিনি পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-কে দেশের সরকারি ক্রয় ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা পুনর্নির্মিত সরকারি ক্রয় বিষয়ক মোবাইল অ্যাপ ‘পাবলিক প্রকিউরমেন্ট মিরর (সরকারি ক্রয় দর্পণ)’ উদ্বোধন করেন। 

অ্যাপটির উদ্বোধনকালে তিনি বলেন, এ উদ্যোগ সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস-উভয় প্ল্যাটফর্মের অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য উন্মুক্ত।

উল্লেখ্য, সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং নতুন পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর, ২০২৫)-এর আলোকে মোবাইল অ্যাপটি নতুনভাবে ব্র্যান্ডিং ও পূর্ণাঙ্গভাবে পুনঃনকশা করা হয়েছে।

হালনাগাদ অ্যাপটিতে পিপিআর, ২০২৫ অনুযায়ী সংশোধিত স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টস (এসটিডি), অফলাইন টেন্ডার নোটিশ, চুক্তি প্রদান সংক্রান্ত তথ্য, গুরুত্বপূর্ণ ক্রয় নোটিশ, ই-জিপি নোটিশ, সংবাদ ও হালনাগাদ তথ্য, ই-জিপি ওয়েবসাইটের সরাসরি লিংক এবং অ্যাপের মাধ্যমেই ই-জিপি হেল্পডেস্কে যোগাযোগের সুবিধাসহ নানা ব্যবহারবান্ধব ফিচার যুক্ত করা হয়েছে।