শিরোনাম

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও মানিক মিয়া এভিনিউ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পুরো এলাকায় গড়ে তোলা হয়েছে এক কঠোর নিরাপত্তা বলয়। শেরেবাংলা নগর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই বেগম খালেদা জিয়ার দাফনের জন্য কবর প্রস্তুত করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে পুরো এলাকাকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে জানাজার স্থানকে তিনটি বিশেষ জোনে ভাগ করা হয়েছে। ‘রেড জোনে’ থাকবেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা (ভিআইপি), ‘গ্রিন জোনে’ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ‘হোয়াইট জোনে’ জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ অবস্থান করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কাজে নিরাপত্তার দায়িত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্তত ১০ হাজার সদস্য নিয়োজিত থাকবেন। মাঠে সেনাবাহিনীর সদস্যরাও কাজ করবেন। সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস সচিব আরও জানান, আজ বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ জানাজার স্থানে আনা হবে এবং দুপুর ২টায় বাদ জোহর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন করা হবে।
নিরাপত্তার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাত থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দাফন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলয় কার্যকর থাকবে।