শিরোনাম

দিনাজপুর, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দিনাজপুর-৩ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
আজ রোববার বিকেল ৫টার দিকে মনোনয়নপত্র জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র জমাদান শেষে জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।
দিনাজপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জয় নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি।