শিরোনাম

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি জোরদার এবং ভবিষ্যতে বিলিং সিস্টেম অটোমেশন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ)- এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার পেট্রোবাংলার বোর্ড রুমে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় পেট্রোবাংলার অধীনস্থ গ্যাস উৎপাদন ও বিপণন কোম্পানিসমূহে ‘ডিজাইনিং, ডিভোলপমেন্ট, ইমপ্লিমেন্ট, কমিশন অ্যান্ড মেইনটিনেন্স অব জিপিএস লোকেশন বেসড গ্যাস মিটারস অ্যান্ড মিটারিং স্টেশনস মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেম’ বাস্তবায়ন করা হবে।
পেট্রোবাংলার জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পেট্রোবাংলার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পেট্রোবাংলার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বিএমটিএফ-এর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম ফখরুল ইসলাম চৌধুরী।
চুক্তিবদ্ধ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পেট্রোবাংলার আওতাধীন বিতরণ কোম্পানিসমূহের অধীন শিল্প প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত গ্যাসের চাপ, তাপমাত্রা ও পরিমাণ নির্ভুলভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে আরএমএস কক্ষে অবৈধ প্রবেশ রোধ, পালস মিসিং সমস্যার সমাধান এবং অতিরিক্ত লোড ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে।
এছাড়া এআই ও এলএলএম প্রযুক্তির প্রয়োগ ভবিষ্যতে গ্যাস বিলিং সিস্টেম অটোমেশনকে আরও সহজ ও কার্যকর করবে। এর ফলে এলাকা ভিত্তিক গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা এবং শ্রেণিভিত্তিক ব্যবহার পরিমাপ নিশ্চিত হয়ে গ্যাস খাতে স্বচ্ছতা ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বিএমটিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, পেট্রোবাংলার পরিচালকবৃন্দ, বিএমটিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, টিজিটিডিপিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালকসহ পেট্রোবাংলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।