শিরোনাম

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ৪৯ হাজার ১২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৪৯ হাজার ১২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫২৮ জন পুরুষ ভোটার ও ২৪ হাজার ৪৮৪ জন নারী ভোটার রয়েছেন।
নিবন্ধনের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে- সৌদি আরবে সর্বোচ্চ ৯৭ হাজার ২০১ জন। এছাড়া, কাতারে ৩০ হাজার জন ৯২৩, মালয়েশিয়ায় ২২ হাজার ৮১৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ২২ হাজার ৪৭ জন, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ৩৪১ জন, ওমানে ১৬ হাজার ৬৭৭ জন, সিঙ্গাপুরে ১৬ হাজার ২২২ জন, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৫৫ জন, ইতালিতে ১০ হাজার ৮২৩ জন, কুয়েতে ১০ হাজার ১২৬ জন, কানাডায় ১০ হাজার ৪২ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬৭০ জন, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৩৬১ জন ও জাপানে ৭ হাজার ১২৭ জন।
এদিকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদেরও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়েছে। বিকেল পৌনে ৬টা পর্যন্ত দেশে অবস্থানরত এই ক্যাটাগরির ৩ হাজার ৬৭১ বাংলাদেশি নিবন্ধন করেছেন।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান শনিবার বাসসকে বলেন, ‘নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের নিবন্ধন শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন এখন যেভাবে চলছে আমরা আশাবাদী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সংখ্যা ৫ থেকে ৬ লাখ হতে পারে।’
তিনি বলেন, বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার জন্য সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে।
সরকারি চাকরিজীবীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন।
এ বিষয়ে ইসি বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান- তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন, তবে আইফোন ব্যবহারকারীদের অনুমোদন এখনো পাওয়া যায়নি। আশা করা হচ্ছে তফসিল ঘোষণার পর আইফোন ব্যবহারকারীরাও নিবন্ধন সুবিধা পাবেন।
আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য নিবন্ধনের তারিখ ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা নিবন্ধন করতে চান তাদের প্রক্রিয়া ইসির মাধ্যমে সম্পন্ন করা হবে।
ইসি সচিব জানান, পোস্টাল ব্যালটে নিবন্ধনের প্রাথমিক লক্ষ্য ছিল ১০ লাখ ভোটার।
তিনি জানান, নির্বাচনের কার্যক্রমের সঙ্গে যারা সরাসরি যুক্ত হবেন। পাঁচদিন অথবা সাতদিনের জন্য যাদের ডেভলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে।
প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা সংশোধন করতে সৌদি আরবসহ সাত দেশের জন্য আগামীকাল ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য ছয়টি দেশ হলো- কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইন।
এ বিষয়ে ইসির এক বার্তায় বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময়সীমা প্রবাসী ভোটারদের অনুরোধে শুধু সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’
পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এক বার্তায় বলা হয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদান করুন।
প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের কাছে প্রেরণ করা সম্ভব হবে না।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য।