বাসস
  ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৪
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৭

ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি । ফাইল ছবি

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। আজ দুপুরে বিজয়নগর এলাকায় তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেলে তার প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করা হয়। পরে পরিবারের সম্মতিতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।