শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে সিনিয়র পর্যায়ের নেতৃত্ব নিশ্চিত করতে অভিজ্ঞতার শর্ত আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা একটি সার্কুলারে বলা হয়, এমডি হতে হলে প্রার্থীকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সমন্বিতভাবে বা পৃথকভাবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগের নীতিমালার তুলনায় এটি একটি বড় পরিবর্তন। পূর্বে এমডি নিয়োগের জন্য আগের পদে দুই বছরের অভিজ্ঞতা আবশ্যক ছিল, তবে এএমডি বা ডিএমডি পদে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক ছিল না। নতুন সার্কুলার অনুযায়ী এএমডি বা ডিএমডি পদে অভিজ্ঞতা এখন বাধ্যতামূলক করা হয়েছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির বা সমমানের জ্যেষ্ঠ পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা এবং জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা ব্যক্তিদেরও এমডি পদের জন্য মনোনয়ন দেওয়া যেতে পারে।