বাসস
  ২২ নভেম্বর ২০২৫, ১৮:০৮

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস): পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জেরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভুটানের প্রধানমন্ত্রী আজ সকালে তিন দিনের সরকারি সফরে (২২-২৪ নভেম্বর) ঢাকায় পৌঁছেছেন।