শিরোনাম

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর পুরানা পল্টন ও সেগুনবাগিচা সংলগ্ন একটি কমার্শিয়াল ১০ তলা ভবনের নবম তলায় আজ বিকেল ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ফায়ার সার্ভিস বিকেল ৩ টা ৪ মিনিটের দিকে আগুনলাগার খবর পায়। সংবাদ পাওয়ামাত্র ১০ মিনিটের ব্যবধানে ৩ টা ১৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়। ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত সমন্বিত প্রচেষ্টায় আগুন বিকেল সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।