শিরোনাম

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর গুলিস্তানে হোটেল রমনা ভবনের পাশের এক মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মার্কেটটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে রাত ১২টা ৩৫ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে রমনা ভবনের পাশের মার্কেটটির তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ইউনিটগুলো দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।