শিরোনাম

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিবন্ধন কার্যক্রম অঞ্চলভিত্তিক ধাপে ধাপে সম্পন্ন হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে 'পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল ১৯ নভেম্বর ২০২৫ থেকে পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার প্রবাসীদের নিবন্ধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হচ্ছে।
১৯- ২৩ নভেম্বর: পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। ২৪-২৮ নভেম্বর: উত্তর আমেরিকা, ওশেনিয়া। ২১ নভেম্বর ৩ ডিসেম্বর: ইউরোপ। ৪ থেকে ৮ ডিসেম্বর: সৌদি আরব। ৯ থেকে ১৩ ডিসেম্বর: দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিযা। ১৪ থেকে ১৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্য (সৌদি আরব ব্যতীত অন্যান্য দেশ)।
পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকুরিজীবী, নির্বাচনের দায়িত্ব পালন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীবৃন্দ, আইনি হেফাজতে থাকা ভোটারগণ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।