শিরোনাম

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস): ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে ‘জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়’ বলে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশে ন্যায়বিচারের ইতিহাসে আজকের রায় একটি স্মরণীয় ও ঐতিহাসিক মাইলফলক।
সোমবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, আজকের রায় কোনো প্রকার রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং অকাট্য ও প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে প্রদত্ত ন্যায়বিচারের ফলাফল। তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে যে তাজা, জোরালো ও বিস্তৃত প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতেই তাদের সর্বোচ্চ শাস্তি হতো।
তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতা, গুলিবর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন ও গণহত্যার ধারাবাহিকতার বিষয়গুলো বিচার প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। এসব ঘটনার নৃশংসতায় যে বিপুল প্রাণহানি ও স্থায়ী শারীরিক ক্ষত সৃষ্টি হয়েছিল, তা দেশের গণতান্ত্রিক সুরক্ষা ব্যবস্থার ওপর ভয়াবহ আঘাত হেনেছিল।
ব্রিফিংয়ের সময় আবেগাপ্লুত হয়ে আইন উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন-আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, আনাস, রিয়াগোপসহ অসংখ্য শহীদের কথা আজ বিশেষভাবে স্মরণ করছি। তিনি বলেন, আজকের রায়ে হয়তো তাদের বিদেহী আত্মা সামান্য হলেও শান্তি পাবে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য এটি দীর্ঘ প্রতীক্ষিত সান্তনা এনে দেবে।
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। ভারত যদি মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে আশ্রয়দান অব্যাহত রাখে, তবে তা বাংলাদেশের প্রতি শত্রুতামূলক ও নিন্দনীয় আচরণ হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যেই সরকার প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে এবং আইনি আনুষ্ঠানিকতা জোরদার করা হচ্ছে।
বিচারকার্য অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার যতদিন দায়িত্বে আছে, বিচার পূর্ণ উদ্যমে এগিয়ে চলবে। তিনি আরও বলেন, আগামী সরকার যেই হোক, জাতির প্রত্যাশা-এই গুরুদায়িত্ব থেকে তারা যেন কোনো অবস্থাতেই পিছিয়ে না যায়।
চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউশন টিম, তদন্ত কর্মকর্তা এবং শত শত সাক্ষীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যারা ভয়-ভীতি উপেক্ষা করে আদালতে সত্যের সপক্ষে সাক্ষ্য দিয়েছেন, তারা এই রায়ের ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশীদার।