শিরোনাম

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): ইতোমধ্যে বিক্রয় বা হস্তান্তর সম্পন্ন হওয়া নিবন্ধিত ফ্ল্যাট ও জমি পুনর্বিক্রয় বা হস্তান্তরের সময় কোনো ধরনের অনুমোদন ফি বা ট্রান্সফার ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ এ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, এ সিদ্ধান্তের লক্ষ্য হলো জমি ও ফ্ল্যাট ক্রেতা-বিক্রেতাদের হয়রানি ও অপ্রয়োজনীয় আর্থিক চাপ থেকে মুক্ত রাখা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোনো রিয়েল এস্টেট ডেভেলপার নিবন্ধিত ফ্ল্যাট বা জমি পুনর্বিক্রয় বা হস্তান্তরের সময় বিক্রয় অনুমোদন, ট্রান্সফার অনুমোদন, নামজারি (মিউটেশন) বা অন্য কোনো অজুহাতে ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে কোনো অর্থ দাবি বা গ্রহণ করতে পারবে না।’
এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি।
সরকার সতর্ক করে দিয়ে জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০১০, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট রুলস, ২০১১ এবং অন্যান্য প্রযোজ্য আইনের আওতায় আইনি ব্যবস্থা মোকাবিলা করবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. আলমগীর হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।