শিরোনাম

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস): প্রবাসী বাংলাদেশিরা অক্টোবর মাসে ২.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি। ২০২৪ সালের অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২.৩৯ বিলিয়ন ডলার।
বাসসের সঙ্গে আলাপকালে শিল্প সংশ্লিষ্টরা জানান, গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ধারা লক্ষ্য করা যাচ্ছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে।
তারা উল্লেখ করেন, এই কারণগুলোর মধ্যে রয়েছে- সরকারিভাবে এবং বাজারে প্রচলিত মুদ্রা বিনিময় হারের ব্যবধান কমে আসা, অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপ এবং গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসীদের মধ্যে দেশপ্রেমের নতুন জাগরণ।