বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৬

শাহজালালে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

আজ বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন তুর্কি প্রতিনিধি দল। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস): হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তা করতে তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে।

আজ বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন তুর্কি প্রতিনিধি দল। বৈঠকে ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডের চলমান তদন্তের কারিগরি ও প্রাতিষ্ঠানিক দিক নিয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে তুর্কি বিশেষজ্ঞরা অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে পূর্ণ সহযোগিতা ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহযোগিতা বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, তুরস্কের এই সহায়তা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও অংশীদারিত্বের প্রতিফলন। বিমান নিরাপত্তা ও জরুরি পদক্ষেপে তুরস্কের দক্ষতাকে গুরুত্ব দেয় বাংলাদেশ।

তুর্কি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন। বৈঠকে তুরস্কের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, সচিব নাসরিন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকার গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তের জন্য উচ্চ-স্তরের কমিটি গঠন করেছিল।

ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একই দিন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত, ক্ষয়ক্ষতি মূল্যায়ন, করণীয় নির্ধারণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে।