বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ১৪:৫৩

যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচল সাময়িক বন্ধ 

ছবি: সংগৃহীত

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর ফার্মগেটে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এক কর্মকর্তা জানান, স্টেশন এলাকায় যান্ত্রিক সমস্যার কারণে আজ (রোববার) দুপুরে মেট্রোরেল সেবা বন্ধ করা হয়।

ট্রেন লাইন ও অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম পরিদর্শনের জন্য ইতোমধ্যে একটি দল সেখানে পাঠানো হয়েছে। 

ত্রুটি মেরামত হওয়ার সঙ্গে সঙ্গেই মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হবে।